শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৩

চালু হল দেশের সর্ব প্রথম সম্পূর্ণ “বাংলা টেকনোলজি সার্চ ইঞ্জিন”

বাংলাদেশের সর্ব প্রথম শুধু মাত্র টেকনোলজি ভিক্তিক “বাংলা সার্চ ইঞ্জিন” প্রযুক্তির সব কিছু এখন হাতের মুঠোয়। কম্পিউটার, হ্যাকিং, মোবাইল টিপস এবং ট্রিকস যাই প্রয়োজন সার্চ করলেই পেয়ে যাবেন সমস্ত বাংলা টেকনোলজি আর্টিকেল গুলো। ইংলিশ অথবা বাংলা যে কোন কিওয়ার্ড ব্যবহার করলেই পেয়ে যাবেন বাংলা সার্চ রেজাল্ট কারন এটি সম্পূর্ণ “বাংলা টেকনোলজি সার্চ ইঞ্জিন” । প্রযুক্তির যে কোন তথ্য এবার আপনি নিজে নিজেই সার্চ করে খুজে বের করতে পারবেন খুব সহজেই। সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার অথবা যে কোন কিছু লিখে দিলেই রেসাল্ট বের হয়ে আসবে। এটি আপাতত পরীক্ষা মূলক প্রকাশ করা হয়েছে। যে কোন প্রকারের মতামত দিয়ে আমাদের আরো সাহায্য করুন। প্রযুক্তির এর বাংলা সার্চ ইঞ্জিনে রয়েছে সার্চ রেজাল্টের উপর ভিক্তি করে বিভিন্য ক্যাটাগরি সিস্টেম।
Bangla-Search-Engine

এখুনি ভিসিট করুনঃ- find.tunerpage.com


রেজাল্ট ক্যাটাগরিঃ-


যে কোন কিছু আপনি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন বিভিন্য ক্যাটাগরি যেমন নিচে দেয়া হল। আপনার কাঙ্ক্ষিত বিষয়টি যদি হয় টিউটোরিয়াল তাহলে ওখানে ক্লিক করলে আপনি সকল টিউটোরিয়াল গুলো দেখতে পারছেন। এছারা রয়েছে ইমেজ সার্চ করার আলাদা অপশন। আপনি যে কোন ইমেজ খুজে নিতে পারবেন আমাদের এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে। সার্চ ইঞ্জিনটি খুব হালকা করে তৈরি করা হয়েছে সহজেই লোড হতে পারবে এমনকি মোবাইল ব্যবহার করেও আপনি এটি ব্যবহার করতে পারবেন।
  • হ্যাকিং
  • সমাধান
  • টিউটোরিয়াল
  • TJ (ব্লগার)
  • ডাউনলোড
  • কম্পিউটার ট্রিকস

এখুনি ভিসিট করুনঃ- find.tunerpage.com

ads

Ditulis Oleh : Unknown Hari: ১০:৩৯ PM Kategori:

0 মন্তব্য(গুলি):